মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি ॥ হবিগঞ্জ মাধবপুর উপজেলার ইটাখোলা রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ ১৫ আগষ্ট রবিবার সকালে এ অভিযান পরিচালনা করেন।
২৮ কেজি গাঁজাসহ আটক ব্যাক্তিরা হলেন উপজেলার ইটাখোলা গ্রামের নন্দলাল রায়ের ছেলে শিপন রায় (৩১), উপজেলার পরমানন্দপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৮) ও উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া (২৪) এ ব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।
মাধবপুর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।