সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামশ্রী গ্রামের সাহেব বাড়ীর আদি নিবাসী মরহুম সৈয়দ মাহফুজুর রহমান এর পুত্র সৈয়দ সাইফুর রহমানকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শায়েস্তাগঞ্জ শাখার বৈদেশীক রেমিটেন্স গ্রাহক হিসাবে মানি ট্রান্সফার কোম্পানী ”মানিগ্রাম” এর নববর্ষ অফারের আওতায় ১টি মাইক্রো ওভেন উপহার পেয়েছেন।
সোমবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শায়েস্তাগঞ্জ শাখা ব্যবস্থাপক এর চেম্বারে উক্ত বিজয়ীর হাতে মাইক্রো ওভেনটি হস্তান্তর করেন ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ এনামুর রহমান।
এসময় উক্ত অনুষ্টানে শায়েস্তগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাশক ও প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন রুমি, উক্ত ব্যাংক শাখার ম্যানেজার অপারেশন কাজী মোঃশাহজালাল, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সিনিঃ সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিপুর সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে বিদেশ থেকে মানি গ্রামের মাধ্যমে পাঠানো টাকা ইসলামী ব্যাংক থেকে গ্রহন করলেই নিশ্চিত উপহার পাচ্ছে বিজয়ী গ্রাহকরা। এ সুযোগ গত বছর ২০১৪ সালে রেমিটেন্স গ্রাহক হিসাবে মানি ট্রান্সফার কোঃ বিজয়ীদের হাতে ১টি ফ্রিজ তুলে দিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ শায়েস্তাগঞ্জ শাখা ব্যবস্থাপক ।
এবারও নববর্ষে অফারের আওতায় ১টি মাইক্রো ওভেন উপহার রেমিটেন্স বিজয়ী গ্রাহক সৈয়দ সাইফুর রহমানের হাতে তুলে দেন ব্যাংক ব্যবস্থাপক।