হবিগঞ্জ প্রতিনিধি : ১৭ আগস্ট দেশব্যাপি একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলা আওয়ামিলীগের উদ্যোগে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ১৭ আগস্ট বিকাল ৩টায় হবিগঞ্জ বার লাইব্রেরিতে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামিলীগের উপদেষ্টা এডভোকেট শ্যামল কান্তি, জেলা আওয়ামিলীগ সহ সভাপতি এডভোকেট হাফিজ উদ্দিন, সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরিফ, জেলা আওয়ামিলীগ সহ সভাপতি এডভোকেট মনোহর আলী প্রমুখ।