শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ‘বেলা’র উদ্যোগে হবিগঞ্জের সুতাং নদী দখল ও দূষণ রোধে করণীয় বিষয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ আগষ্ট) দুপুর ১২ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে সভায় সুতাং নদীর নানান বিষয়ে আলোচনা করা হয়।
প্রথমেই বেলা”র সিলেট এর বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা সুতাং নদীর বতর্মান অবস্থা এবং সুতাং নদী দূষণ রোধে বেলার কার্যক্রম তুলে ধরেন।
এরপর মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সুতাং নদী রক্ষার্থে আইনি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে মত প্রকাশ করেন। তারা আরো বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া সুতাং নদীকে বাচাঁনো সম্ভব না। বেলাকে অতি দ্রুত আদালতের দারস্থ হওয়ার সুপারিশ করা হয়। ভাচুর্য়াল আলোচনা সভায় যুক্ত ছিলেন বেলা’র ফিল্ড কো অর্ডিনেটর এ এম এম মামুন, ফিল্ড অফিসার আল আমিন সরদার।
সুতাং নদীর দখল ও দূষণ নিয়ে ইতিমধ্যেই হবিগঞ্জ জেলার যে সকল সচেতন নাগরিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ কাজ করেছেন, তাদের মধ্য থেকে এ আলোচনায় অংশগ্রহণ করেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, দেশ রুপান্তরের হবিগঞ্জ প্রতিনিধি সোয়েব চৌধুরী, সমাজকর্মী তাহমিনা বেগম গিনি, বাপা হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব, আবুল কালাম আজাদ, মনসুরুল হক, সুতাং পাড়ের বাসিন্দা কামরুন নাহার, যায়যায়দিনের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান ডিউক, বেলার নেটওর্য়াক সদস্য ও দৈনিক আজকের পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ। উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন বেলা”র হেড অব পোগ্রাম মোঃ খুরশেদ আলম।
সুতাং নদীর ইতিহাস ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনা করে , এই নদীকে উদ্ধারের জন্য এবং এর যৌবন ফিরিয়ে আনার লক্ষ্যে, উভয় পাড়ে বসবাসকারী সাধারণ মানুষের কৃষিকাজসহ ব্যবসা-বাণিজ্যের উত্তরণের স্বার্থে সুতাং নদী কে রক্ষা এবং এর নব্যতা ফিরে পাওয়ার স্বার্থে অতি দ্রুত আইনি পদক্ষেপ এর মাধ্যমে, যেসকল প্রতিষ্ঠান শিল্প-কারখানা এই সুতাং নদীতে দূষিত বর্জ্য ফেলে এই নদীটি কে দূষিত করছে, সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং যারা সুতাং নদীকে অবৈধভাবে দখল করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।