শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পরিচয় পাওয়া যায়নি ট্রেনে কাটা পড়ে নিহত নারীর।
সোমবার আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই নারীর মৃত্যু হয়।
সোমবার বিকাল ৪ টায় ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর ব্রিজের উপরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ওই নারী খোয়াই ব্রিজ পার হওয়ার জন্য মধ্য ব্রিজে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারাযান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে ফাড়িতে নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আই সি) হারুনুর রশিদ বিষয়টির সতত্যা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতাল মর্গে পাঠাই ময়নাতদন্তের জন্য ।
ঘটনার পর থেকে বহু চেষ্টা করেও নিহত মহিলার পরিচয় না পাওয়ায় আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মঙ্গলবার তাকে দাফন করা হয়েছে।