আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে কোভিড ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে এসএমইর ঋণ বিআরডিবি’র সমিতির সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” প্রতিপাদ্য নিয়ে মাধবপুর উপজেলার বিআরডিবির হলরুমে, মাধবপুর অফিস কর্তৃক আয়োজিত গরু মোটাতাজাকরণে জন্য জগতীশপুর মহিলা সমিতির উদ্যোক্তা ও আউস চাষের জন্য কৃষক সমবায় সমিতির উদ্যোক্তা মাঝে মোট ৫৪ জন সদস্য বিপরীতে ১৯ লক্ষ ৪৩ হাজার টাকা ঋণ বিআরডিবি’র সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮আগস্ট) সকালে এ ঋণ বিতরণ করা হয়।
ইউসিসি সভাপতি ফজলুর রহমান শাহ্ সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম,এ, ফয়সাল চৌধুরী, প্রমূখ ।