নিজস্ব প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ১৮২ জন মানুষের মাঝে ঢেউটিন, টাকার চেক ও গোখাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এডভোকেট আবু জাহির অডিটরিয়ামে আলোচনা ও বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারী সহযোগীতাগুলো লোকজনের মাঝে বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুর হাছান চৌধুরী শাহীন, ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান, প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন-পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার প্রমুখ।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই শায়েস্তাগঞ্জ উপজেলা হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একের পর এক বরাদ্দে শায়েস্তাগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে। অনেক বিভাগীয় শহরের চেয়ে এ শহর দৃষ্টিনন্দন। করোনাকালেও এ সরকারের উন্নয়ন থেমে থাকেনি। তার প্রমাণ আপনারাই।