মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শাহেদ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কায়সার নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ আলী (৬০) মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহত শাহেদ আলী রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সেখানেই চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।