জামাল হোসেন লিটন,চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, হবিগঞ্জ এর সহায়তায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) মিলটন চন্দ্র পাল।
এসময় গাজা সেবন ও সংরক্ষণ এর অপরাধে হলহলিয়া গ্রামের মৃত আ: শহীদ মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৩০) কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।