আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাটের চিমটিবিল সীমান্তে ৩টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি।
এ সময় চোরা-কারবারি পালিয়ে যায়।আটক গরু গুলো কাস্টম এর মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।
(২৩ আগষ্ট) সোমবার দুপুরে চুনারুঘাট সীমান্তের ১৯৭৩ পিলার দিয়ে ৩টি গরু পাচার করে নিয়ে আসছিল চোরা-কারবারিরা।
খবর পেয়ে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সদস্য এরশাদ আহমেদ চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের কে নিয়ে অভিযান চালিয়ে ৩টি গরু উদ্ধার করেন।
আটক গরু গুলো কাস্টমস এর মাধ্যমে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা হবে।