নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থাসা পুলিশ গত রবিবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে এলাকার কুখ্যাত ডাকাত তাজুল মিয়া (২৫ কে গ্রেফতার করা হয়েছে। সে পৌর এলাকার ছালামতপুর গ্রামের কমান্ডার এমএ খালেক’র ছেলে। ধৃত তাজূল’র বিরুদ্ধে শহরের জয়নগর এলাকায় সংগঠিত ডাকাতির ঘটনাসহ বিভিন্ন চুরি ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, পৌর এলাকার ছালামতপুর গ্রামের কুখ্যাত ডাকাত তাজুল মিয়া দীর্ঘদিন ধরে নবীগঞ্জ এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির সাথে জড়িত। বিগত ২৪ মার্চ গভীর রাতে শহরের জয়নগর এলাকার এডভোকেট আবুল কালাম আজাদের বাসায় অস্ত্রের মূখে জিম্মি করে মুখোশ পড়া একদল ডাকাত স্বর্ণালংকার, দামী মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইতিপুর্বে বেশ ক’য়েক জন ডাকাতকে গ্রেফতার করেছে। গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল করিম এর নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়ি থেকে উক্ত ডাকাত তাজুল মিয়াকে গ্রেফতার করে।
গতকাল সোমবার সকালে তাকে ওই মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে এক্সিম ব্যাংক ম্যানাজারের বাসায় চুরির ঘটনাসহ নানা স্থানে চুরি ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।