লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে অগাস্ট) উপজেলার বামৈ ও মোড়াকরি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বামৈ বাজারে একটি বেকারীতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও খাবারে অস্বাস্থ্যকর রং ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আওতায় ৩৭, ৪১ ও ৪২ ধারায় ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় বামৈ বাজারে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার দায়ে ৪ জনকে ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মোড়াকরি বাজারে একটি মিষ্টির দোকানে অপরিচ্ছন্নভাবে দই সহ অন্যান্য খাবার সংরক্ষণ করার দায়ে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।