স্টাফ রিপোর্টার : ‘গাহি সাম্যের গান/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান/যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্লিম-ক্রীশ্চান’ এমন অসংখ্য কালজয়ী কবিতা/গানের রচয়িতা বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।
শুক্রবার বিকাল ৪টায় কার্যালয়ে মডেল প্রেসক্লাব সভাপতি সর্দার আজিমুল হক স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় কবির জীবনের উপর আলোচনা করেন সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সহসভাপতি দেওয়ান শোয়েব রাজা, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও লিলু আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত- ১৯৭৬ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।