এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের (উত্তর নোয়াহাটি) গ্রামের ছায়াব আলী (১৮) নামে এক যুবক হারিয়ে গিয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট শনিবার সকাল ৭ টার দিকে বাড়ি থেকে উপজেলার অলিপুরে তাফরিদ কটন মিলসে যাওয়ার উদ্দেশ্য ছায়াব আলী রওনা দেয়। এখন পর্যন্ত আর বাড়িতে ফিরে আসেনি।
ছায়াব আলী নোয়াহাটি গ্রামের জহুর আলীর পুত্র।
ছায়াব আলীর বাবা জানান, হারিয়ে যাওয়া তার বড় ছেলে একজন বুদ্ধি প্রতিবন্ধী। অনেক জায়গায় খুঁজাখুঁজি করে ও সন্ধান না পাওয়ার পর ২৯ আগষ্ট রবিবার শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে, যার নং- ১৩৬৬।
হারিয়ে যাওয়া ছায়াব আলীর পরিবার থেকে তার সন্ধান কামনা করছেন, যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে শায়েস্তাগঞ্জ থানায় অথবা এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করার জন্য অনুরোধ করা হয়েছে, ০১৭৪৯৫৭৩৪৩৮।