মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দারুল কুরআন হাফিজিয়া নুরানী মাদ্রাসায় ছাত্র মো.মোস্তফা রহমানকে (৮) বেধড়ক পেটানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ মঈনউদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ আগষ্ট) মাধবপুর বাজারে বড় মসজিদ পাশ থেকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার নির্যাতনের শিকার শিশু মোস্তফা রহমানের বাবা সাহেদ মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থানা পুলিশের একটি টিম মাধবপুর বাজারে বড় মসজিদ এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।
গ্রেফতার হাফেজ মঈনউদ্দিন দারুল কুরআন হাফিজিয়া নুরানী মাদ্রাসার শিক্ষক। তিনি মাধবপুর উপজেলায় বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে।
সোমবার (৩০ আগষ্ট ) সকালে মাধবপুর বাজারে বড় মসজিদ পাশে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া নুরানী মাদ্রাসাতে এই ঘটনায় ঘটে। ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মঈনউদ্দিন ছাত্র মো.মোস্তফা রহমানকে বেদড়ক পিটিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।