আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ একটি ব্রিজের অপেক্ষায় ৬ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা বাগানবাসী।
৪ হাজারেরও বেশী শ্রমিকের যাতায়াত পথ এখানে।ঝুকিঁপুর্ণ কাঠের সেতু দিয়ে স্কুল,মসজিদ ও হাট-বাজারে প্রতিনিয়ত যেতে হচ্ছে তাদের।বুকভরা আশা নিয়ে বারবার ছুঠেছেন তারা জনপ্রতিনিধিদের কাছে। কিন্তু নির্বাচনি হাওয়া শেষ হলেই বেমালুম ভুলে যান নেতারা।সব শেষ স্থানীয় সাংসদ ও সরকারের বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলীর কাছে ব্রিজটি নির্মানের দাবী জানান।তারই আশ্বাস প্রদানে এখনো অপেক্ষমান চাকলাপুঞ্জি ও ছনবাড়ি বাসির হাজার হাজার লোকজন।
স্থানীয় দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব চৌধুরী শামসুন্নাহার জানান,চুনারুঘাট উপজেলার মধ্যে চাকলাপুঞ্জিবাসিরা খুবই অবহেলিত।ব্রিজ, রাস্তা বলতে কিছুই নেই এখানে।একজন ইউপি চেয়ারম্যানের পক্ষে পাকা সড়ক ও ব্রিজ নির্মান আদৌ কি সম্ভব।তিনি বারবার ব্রিজ নির্মানের বিষয়টি উদ্ধর্তন কতৃপক্ষের নজরে এনেছেন,কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান,ব্রিজ টি একটি খরস্রোতা ছড়ার উপর।পাহাড়ী ঢল আসলে বালি ও পানি এসে জোরে আঘাত করে।ফলে বছরের পর বছর ভাঙ্গতে থাকে।তবে ১শ মিটার ব্রিজের প্রজেক্টে এই ব্রিজটি নির্মানের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।কিছু দিনের মধ্যে বাস্তবায়নের আশা করা যায়।
ব্রিজটি নির্মান করে হাজার হাজার চা শ্রমিক ও বাগান বাসীর দুর্ভোগ লাঘবে এগিয়ে আসলেই হল।