স্টাফ রিপোর্টার : বিগত পৌরসভা নির্বাচনে আতাউর রহমান সেলিমের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতাকালে জাহাঙ্গীর কবির নানক হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছিলেন। নৌকা বিজয়ী হলে পৌরসভার উন্নয়ন হবে সেই প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন। নির্বাচনের পর গতকাল তিনি আবারও হবিগঞ্জে আসেন। বাহুবলের পুটিজুরীতে অবস্থিত প্যালেসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরাল উদ্বোধন করতে তিনি সেখানে আসেন।
উদ্বোধন শেষে হবিগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আবারও হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেন। প্রয়োজনে তিনি হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার কথাও বলেন। অবহেলীত হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে বড় প্রকল্প গ্রহণ করার উপর জোর দেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আতাউর রহমান সেলিম একজন কর্মঠ রাজনীতিবিদ। অবশ্যই তার মাধ্যমে হবিগঞ্জ পৌরসভা এগিয়ে যাবে।
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীর পাহাড়ঘেরা প্যালেসে মুর্যাল এর উদ্বোধনীয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ গাজী,পুলিশ সুপার এস এম মুরাদ আলী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিন্ধা তালুকদার, দি প্যালেস রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান,হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, সহ-সভাপতি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এসএ টিভির প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, জেলা তঁাতীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তারা মিয়াসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাচুর্য়ালি আলোচনায় অংশ গ্রহন করেন রিসোর্টের কো-চেয়ারম্যান বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী।