শেখ হারুন,চুনারুঘাট থেকে : চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজার সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩টি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) মিলটন চন্দ্র পাল।সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
অভিযানকালে ঘটনাস্থল হতে কাউকে আটক করা সম্ভব হয়নি।পর্যায়ক্রমে অবৈধভাবে বালু উত্তোলিত সকল স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে এবং উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।