সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জেের খোয়াই নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উদ্ধারকৃত নারীর বসয় আনুষ্ঠানিক ৩০ বছর। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
আজ শনিবার ( ৪সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের তেতৈয়া গ্রামের পাশে খোয়াই নদীতে স্থানীয় লোকজন একজন মহিলার লাশ ভাসমান অবস্থায় দেখেন। সাথে সাথে তারা সদর থানাকে বিষয়টি অবগত করেন।
খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।
এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান, খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। তবে লাশের পরিচয় এখনো জানা যায়নি, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।