নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক হার্ডওয়ার ব্যবসায়ীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দেড় ঘটিকার সময় এক ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পুরান বাজারের সাগর হার্ডওয়ারের মালিক মৃত দিগেন্দ চন্দ্র দেবের পুত্র সন্তোষ দেব (৫৫) বাসা থেকে ব্যাংকে ২ লাখ টাকা নিয়ে যাবার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা ওয়ার্কশপ এলাকার রজব কুমার দাশের পুত্র আশিষ কুমার দাস সহ ৪/৫জন দুর্র্বৃত্ত সন্তোষ দেবকে মাথায় লোহার ছুরি দিয়ে আঘাত করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক।