লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে বিভিন্ন সড়কে ইজিবাইক (টমটম) চালক এবং যাত্রীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও বাক বিতণ্ডার ঘটনা ঘটে চলেছে প্রায়শ। চালকরা যে যার মতো ভাড়া আদায় করে চলেছেন। ফলে যাত্রীসাধারন পড়েছে বিপাকে।
প্রতিনিয়ত বর্ধিত হারে ভাড়া গুনতে হচ্ছে যাত্রীসাধারণের। দীর্ঘদিন যাবৎ এ অবস্থা চলতে থাকলেও তা প্রতিকারে সংশ্লিষ্ট কতৃপক্ষের নেই কোন উদ্যোগ। ফলশ্রুতিতে যাত্রীরা পড়েছে জিম্মি দশায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালাউক বাজার থেকে সাতাউক রাস্তায় দীর্ঘদিন যাবৎ ইজিবাইক চালকেরা বর্ধিত হারে ভাড়া আদায় করে চলেছেন। করোনা সংক্রমন রোধে চলমান লকডাউন এর সময়ে ভাড়া বৃদ্ধি করার পর থেকে অধ্যাবদি সেই বর্ধিত হারে ভাড়া আদায় করে চলেছে চালকেরা।
উপজেলার মুড়িয়াউক, সাতাউক, ধর্মপুর ও মশাদিয়া গ্রামসহ বিভিন্ন গ্রামে যাতায়াতের জন্য এ রাস্তা ব্যবহার করে থাকে। এই রাস্তায় চলাচলকারী যাত্রীসাধারণের কাছ থেকে ৫ টাকার ভাড়া ১০টাকা আর ১০টাকার ভাড়া ২০টাকা আদায় নিয়ে প্রায়শই চালক ও যাত্রীদের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হয়।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগী ও ফেসবুক ব্যবহারকারীরা।