মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথে সময়ের সাথে সাথে মাছ ও সবজি চাষে মানুষের আগ্রহ বাড়ছে। লাভজনক এ কাজে সম্পৃক্ত হচ্ছেন পুরুষের পাশাপাশি নারীরাও। ইতোমধ্যে উপজেলায় বেশক’জন উদ্যোমী নারী বাণিজ্যিকভাবে মাছ ও সবজি চাষ শুরু করেছেন। তাদের মধ্যে অন্যতম উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী আফিয়া খানম।
স্বামী-সন্তানসহ আফিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। প্রায় প্রতিবছরই তিনি একাধিকবার দেশে আসেন। অবস্থান দীর্ঘসময়। ওই সময়ে তিনি বিশেষ করে গ্রীষ্মতালে মাছ ও সবজি চাষ করেন। গ্রামের বাড়িতে রয়েছে তার দুটি পুকুর। প্রায় ৬ বিঘা জমিতে থাকা দুটি পুকুরেই তিনি চাষ করছেন মাছ। ২০১২ সালে শখবসত: মাছ চাষ করলেও পরের বছরই শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। প্রথম বছরে বিক্রি করেন প্রায় সাড়ে ৪ লাখ টাকার মাছ। আফিয়া খানম এবছরর দুটি পুকুরে মাছ চাষ করেছেন।
প্রথমবারের মতো ব্যবহার করছেন জৈব পদ্ধতি (ভার্মি কম্পোস্ট)। তার দুটি পুকুরে রুই, কাতলা, কালি বাউস, রাজ পুঁটির সাথে রয়েছে দেশীয় শিং মাছ।
আফিয়া খানম মাছের পাশাপাশি এবার চাষ করছেন নাগা মরিচ (স্টার চিলি), গ্রীষ্মকালীন টমেটো ও সিম। পুকুর পাড়সহ প্রায় দেড় বিঘা জমির সিংহভাগেই ইতোমধ্যে নাগা মরিচ ও সিম লাগানো হয়েছে।
ক’দিনের মধ্যেই রোপন করা হবে টমেটোর চারা। আফিয়া খানম জানান, শখের বশেই মাছ ও সবজি চাষে আসা। তবে এক পর্যায়ে শুরু করি বাণিজ্যিক উৎপাদন। আর এর জন্য অনুপ্রেরণা পেয়েছি দু’জন ব্যক্তির কাছ থেকে। তারা হলেন-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের প্রধান শহীদুল ইসলাম ও ড্রিম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমদ ইমরান। তারা সর্বদাই আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।
আফিয়া খানম বলেন, শহীদুল ইসলাম কৃষি গবেষণা ফাউন্ডেশনের আওতায় আমাকে সিম বীজ প্রদান করেন। তাছাড়া ক’দিনের মধ্যে টমেটোর চারাও দেবেন। একই সাথে তিনি এসব কৃষিপণ্য উৎপাদনে বিভিন্ন কর্মকৌশল বলে দিচ্ছেন। আফিয়া বলেন, আশা করছি এবার দুটি পুকুরে প্রায় ৬ টন মাছ উৎপাদন হবে।