আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া ইউনিয়নের অবস্থিত দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের পক্ষ থেকে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ হাজার হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়, বুধবার ১৫ সেপ্টেম্বর সকালে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এর মাধ্যমে ও সায়হাম গ্রুপের কর্মকর্তাদের উপস্থিতিতে ২ হাজার হিন্দু পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সায়হাম গ্রুপের প্রতিষ্ঠা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল জানান,প্রতি বছরের ন্যায় এবারও আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২০০০ অসহায় হিন্দু পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সায়হাম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান জানান,অসাম্প্রদায়িক চেতনার জায়গা থেকে আমরা মনে করি, দুর্গাপূজা মতো বড় উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়া উচিত,আর সেই ভাবনা থেকেই উপজেলার বসবাসরত গরিব হিন্দু ধর্মাবলম্বী ও অস্বচ্ছল পরিবারগুলো মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সায়হাম গ্রুপের কর্মকর্তাগণ, সাংবাদিক সহ প্রমূখ।