কামরুজ্জামান আল রিয়াদ : সেই কাক ডাকা ভোরে ঘুম ভেঙে রেডি হওয়া, ঢুলু ঢুলু চোখে স্কুলে যাওয়া, স্কুলে প্রবেশ করতেই সহপাঠীদের সাথে খেলাধুলা, আড্ডা, গল্পে মজে উঠা এসব যেন ভুলতেই বসেছিল শিক্ষার্থীরা। করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ ছিল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ এই সময় শিক্ষার্থীদের কেটেছে ঘরবন্দী অবস্থায়। দেখা হয়নি প্রিয় বন্ধু, সহপাঠী, শিক্ষকদের সাথে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়ার পর থেকেই যেন তা একে অপরের সাথে ভাগাভাগি করতে উদগ্রিব তারা। তাদের সেই অপেক্ষার প্রহর ধুলোয় উড়িয়ে সবার পায়ের ছাপ পড়েছে তাদের সেই চেনা-জানা মাঠে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়ায় প্রাণ আর এফ এল পাবিলক স্কুলে সরজমিনে গিয়ে দেখাযায় স্কুলের প্রবেশমুখে টাঙানো হয়েছে করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাসংবলিত ব্যানার। শ্রেণিকক্ষের সামনে রাখা হয়েছে মাস্ক ও সতর্কতামূলক নির্দেশনা। হাত ধোয়ার জন্য পানির ট্যাংক ও কল স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠানে।
শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রতিষ্ঠানে গেটে প্রবেশ করতেই প্রথমেই শরিরের তাপমাত্রা মেপে হাত ধুতে পাঠানো হচ্ছে।
পরে তাদের স্বাগত জানাতে সারিবদ্ধ দাড়িয়ে আছেন শিক্ষকরা।
শিক্ষার্থীদের বরন করতে নানা ভাবে সাজানো হয়েছে স্কুলটি।
শিক্ষার্থীদের হাসি, আনন্দ, আড্ডা, খেলাধুলা, ছুটোছুটিতে প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যেমন আনন্দে উদ্বেলিত তেমনি উচ্ছ্বসিত শিক্ষকরাও।
শিক্ষার্থীরা কেউ খেলছে ফুটবল, কেউবা ভলিবল, আবার কেউ কেউ দুল খাচ্ছে দুলনায়।
দীর্ঘদিন পর স্কুলে খুলছে তাই প্রাণ আর এফ এল গ্রুপের চেয়ারম্যান এহসান খান চৌধুরী শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে বিস্কুট, চিপস, চকলেট পাঠিয়েছেন।
প্রান আর এফ এল গ্রুপের চেয়ারম্যান এর উপহার পেয়ে শিক্ষার্থীর মহাখুশি।
স্কুলের ৮ম শ্রেণির ছাত্র আরিফ আহমেদ আয়ান বলেন ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। কখন আমাদের প্রিয় প্রতিষ্ঠানে যেতে পারবো অপেক্ষা করছিলাম । এখন অনেক আনন্দে আছি। বন্ধুদের সাথে মজা করতে পারতেছি। প্রান আর এফ এল গ্রুপের চেয়ারম্যান স্যারের উপহার আমাদের আনন্দ বহুগুন বেড়ে গেছে।
এ বিষয়ে প্রান আর এফ এল পাবলিক স্কুলের অধ্যক্ষ মবিনুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন পরে শিক্ষার্থীদের কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। বাচ্চারও খুব আনন্দ করছে। ক্লাসগুলিতে খুব এনজয় করছে শিক্ষার্থীরা।
এদিকে সেদিক ছুটাছুটি করছে। আমরা স্কুল কে সাজিয়েছি তাদের কে বরন করে নেয়ার জন্য।
শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। আগের মতো শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে স্কুলটি। যেন স্কুলটি প্রান ফিরে পেয়েছে।
শিক্ষার্থীদের দেখতে পারা আমাদের জন্য এ এক অন্যরকম আনন্দ।
সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্কুলে বরণ করেছি।
আমাদের স্কুলে ৪৭৫ জন শিক্ষার্থী রয়েছে। ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা ধারা তাদের পড়ানো ও দেখাশোনা করা হচ্ছে।