নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের সাহাববাড়ী রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হল মাধবপুর উপজেলার সাতপাড়া গ্রামের মোঃ আলাই মিয়ার ছেলে মোঃ সালমান (২৫),
একই গ্রামের মোঃ ফোরকান মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (১৮), একই উপজেলার বানেশপুর গ্রামের মোঃ মজিদ মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২৮)।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়।