হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর কৃষক ইজ্জত আলী হত্যা মামলার আসামী ইমতিয়াজ আব্দুল্লা কয়েস (৪০) কে বুধবার বিকেলে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার উপ- পরিদশর্ক(এসআই) মমিনুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে বুধবার বিকেলে বিকেলে হবিগঞ্জ শহরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলি গ্রামের কৃষক ইজ্জত আলী হত্যার মামলার ১ নম্বর আসামী ইমতিয়াজ আব্দুলা কয়েস কে গ্রেফতার করা হয়।
গত ফেব্রুয়ারী মাসে ইমতিয়াজ আব্দুলা কয়েসের সঙ্গে একই গ্রামের ইজ্জত আলীরÍ জমি সংকক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়।
এতে প্রতিপক্ষের আঘাতে ইজ্জত আলী নিহত হয়। এই ঘটনায় নিহতের ছেলে নাঈম মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।