সৈয়দ শাহান শাহ্ পীর : শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং শাহজীবাজারে নিয়মনীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে বাজারে গোস্তো বিক্রি করায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন যত্রতত্র পশু জবাই করলেও পশুসম্পদ বিভাগ অথবা স্যানিটারি বিভাগের নজরদারি না থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং শাহজীবাজারে সপ্তাহে রবিবার এবং বুধবারে বিরাট হাট বসে। সরজমিনে দেখাগেছে, মাছ বাজারের নর্দমার পাশেই গরু- ছাগল জবাই করে ছাল তুলছে। পাশেই গরু – ছাগলের রক্ত খাচ্ছে কুকুর। নর্দমার মধ্যে ফেলা হচ্ছে মলমূত্র।
এভাবেই তারা প্রতি রবিবার এবং বুধবারে অস্বাস্থ্যকর – অস্বাভাবিক পরিবেশে গরু – ছাগল, ভেড়া জবাই করে আসছে। উক্ত বাজারে আর কোনো গোস্তের দোকান না থাকায় বাধ্য হয়ে ক্রেতারা কিনে খাচ্ছে এই গোস্তো। তা ছাড়া পরিক্ষা এবং ইসলামিও নিয়ম ছাড়াই রুগ্ন ও কঙ্কালসার পশু জবাইয়েরও অভিযোগ করছেন অনেক ক্রেতা।