হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় সরকারী ভিজিডির ৩৩ বস্তা চাল পাচারের সময় আটক করা হয় । এ সময় চাল পাচারকারী ১জনকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান। তার বাড়ি সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ৩৩ বস্তা চাল ও পাচারকারীকে আটক করা হয়।
র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ের মাছুলিয়া পূর্বপাড় গ্রামে বুধবার দুপুরে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
তিনি আরো জানান, বুধবার সকাল থেকে তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডির চাল বিতরণ করা হচ্ছিল।
এ সময় কিছু চাল পাচার করে দেয়া হচ্ছিল। এমন গোপন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালনা করি।
এ সময় আব্দুর রহমানকে আটক করা হয়। তার কাছই সরকারী ভিজিডির এই চালগুলো পাওয়া যায়।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, ‘আটক ব্যক্তির নামে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে।