নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মানুষের চলাচলের রাস্তায় দোকান বসিয়ে প্রতিবন্ধকতা ও উৎপাত সৃষ্টি করার অপরাধে তিন ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (২৯ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম।
জানা যায় , র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মূল রাস্তায় দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা ও উৎপাত সৃষ্টি করার অপরাধে সুজনকে ৩ হাজার, অমর দেবকে ৩ হাজার, নাগর আলীকে ২ হাজার, বাদল সিংহকে ২ হাজার ও জাহিদুলকে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।