নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪টি প্রতিষ্ঠান কে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে মেসার্স চৌধুরী ফার্মেসিকে ৩,০০০ টাকা, মানহীন, মেয়াদ উত্তীর্ণ ও নকল পণ্য সামগ্রী বিক্রির অভিযোগে মেসার্স নিলুয়া স্টোরকে ৫,০০০ টাকা, মেসার্স মাসুদ স্টেশনারি অ্যান্ড কনফেকশনারিকে ৫,০০০ টাকা এবং আল মদিনা গিফট সেন্টারকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৫১/৫২ ধারা অনুসারে জরিমানা আদায় করা হয়।
উপপরিদর্শক হামিদুর রহমানের নেতৃত্ব শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে।