স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাসিনা বেগম নামে এক যুবতী ধরাশায়ী হয়েছে। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে ওই গ্রামের মৃত গেদা মিয়ার কন্যা। গতকাল শুক্রবার সকালে ওই গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে হাসিনা মোবাইল ফোন চুরি করতে যায়। এসময় বাড়ির লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।