এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর)দুপুর ১.০০ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের পঞ্চাশ গ্রামে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু মিশ্রিত মাটি উত্তোলন করায় ১জন কে ৫০০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান।