হামিদুর রহমান,মাধবপর প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে মাধবপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল শনিবার বিকালে এ বিক্ষোভ মিছিলটি জগদীশপুর জে,সি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জগদীশ পুর বাজারে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের আহব্বায়ক হোসাইন মোঃরফিকের সভাপত্বিতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মীর্জা এস,এম ইকরাম।
এছাড়া আরও বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহব্বায়ক আলমগীর কবির,উপজেলা ছাত্রদলের নেতা এ,এইচ,এম সফিকুল ইসলাম,সায়মন আহম্মদ আপন,এস,এম গউছ,হামিদুর রহমান,কাইয়ূম মিয়া,তারেক মোল্লা,রেজাউল আহম্মদ,মিজান মিয়া,বেলাল মিয়া,মাছুম আহম্মদ,আজিজ আহম্মদ,নিজাম মিয়া,আফজাল মিয়া,আরেফিন আহম্মদ,মহিদুল ইসলাম,লিটন মিয়া,আরিফ,মোজাহিদ,মালেক,সাচ্চু,ফারুক,মনিরুল ইসলাম মন্টি,শরীফ,আক্তার হোসেন,কবির প্রমুখ।