হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ১ম বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। শনিবার সকালে কলেজ অডিটিরিয়াম কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জেলা প্রশাসকের সহধর্মিনী, কাউন্সিলর গোলাপ খাঁ, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আলী আজগর, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন, শিক্ষক মাহমুদ হোসেন, ছাত্র আনিসুর ইসলাম মুক্তার, ছাত্রী জ্যোতি ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র হীরেন্দ্র লাল সাহা, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সম্পাদক কাউছার মোল্লা, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, শিক্ষক তোফাজ্জল হোসেন খোকা, অধ্যাপক পংকজ রায়, চেয়ারম্যান খায়রুল ইসলাম মনু প্রমুখ।
প্রধান অতিথি এড. মাহবুব আলী বলেন, কলেজ প্রতিষ্ঠায় মওলানা আসাদ আলী, তৎকালীন ম্যাজিষ্ট্রেট বিএল রায় চৌধুরী, চেয়ারম্যান অলি রহমান, বশির উদ্দিন পাঠান, ইউএনও মাহবুর রহমান সহ অনেকের অবদান রয়েছে। যাদের অবদান রয়েছে তাদের নাম স্মরণ রাখার জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি বলেন, এক সময় ছিল যাদের অর্থবিত্ত ছিল শুধু তাদের সন্তানরা লেখাপড়া করত। বই কেনার অভাবে অনেক গরীব ঘরের সন্তান লেখাপড়া করতে পারত না।
৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা সংবিধানে মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব সরকারের । কৃষক মেটে মজুর কামার কুমার জেলে তাতী তারা আমাদের আদর্শ। তারা কোনো দূর্নীতি করে না। নারী পুরুষ সবাইকে সামনের দিকে অগ্রসর হতে হবে। নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে সরকার ডিগ্রী পর্যন্ত মেয়েদের বৃত্তি চালু রেখেছে।শিক্ষা স্বাস্থ্য মাতৃমৃত্যুহার হ্রাস ও নারী শিক্ষা প্রসারের জন্য জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য পূরন করতে সক্ষম হয়েছে।
সরকার বছরের প্রথম দিনে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেছিল। কিন্তু একটি অপশক্তি দেশকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চায়। কিছুদিন আগে যারা দেশে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি অনুযোগ করেন বলেন, এ কলেজে জাতীয় দিবসে শহীদ মিনারে পফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হয় না। কিন্তু এখন থেকে কলেজ পরিচালিত করতে হবে মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে। তিনি কলেজে ছাত্রবাস সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আন্তরিক আশ^াস দেন। জেলা পরিষদ প্রশাসক এড.মুশফিক হোসেন চৌধুরী জেলা পরিষদ তহবিল থেকে কলেজের সামনে একটি যাত্রী ছাউনি ও কলেজে একটি দৃষ্টিনন্দন ক্যান্টিন নির্মাণের ঘোষনা দেন। সমাপনী বক্তব্যে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসক জয়নাল আবেদিন বলেন কলেজ ছাত্রবাসটি হবে প্রাক্তন গণপরিষদের সদস্য মওলানা আসাদ আলীর নামে। তিনি বলেন, শিক্ষা বিস্তারে সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার বৃত্তি সুবিধা চালু রেখেছে।
২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আমাদেরকে শিক্ষা বিজ্ঞান তথ্য প্রযুক্তি নির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে হবে। মাধবপুরে কলেজে ডিগ্রী পরীক্ষা কেন্দ্র চালু করার আশ্বাস দেন। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে সংসদ সদস্য এড. মাহবুব আলীর নবীন বরণ অনুষ্ঠিত।
নেতৃত্বে এ কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে হবে। তিনি বলেন কলেজে অনেক সমস্যা ছিল। আগামী অভিভাবক প্রতিনিধি নির্বাচন সকলকে জানিয়ে করা হবে। কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তার সুদক্ষ পরিচালনায় এ কলেজটি একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ নিবে।