নিজস্ব প্রতিনিধি : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পৃষ্ঠপোষকতায় শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাস তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ তালুকদার, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন বাবর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ময়নুল হাসান রতন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার আগ্রহী করে তুলতে প্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের উপর গুরুত্বারূপ করেন।