চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আমকান্দি গ্রামের দীর্ঘ ৩০বছরের প্রাণের দাবি বিদ্যুৎতায়নের। অবশেষে শুক্রবার সকালে সুইচ টিপে বিদ্যুৎয়াতনের উদ্ধোধন করেন (চুনারুঘাট – মাধবপুর) আসনের এমপি এডঃ মাহবুব আলী।এ উপলক্ষে আমকান্দি গ্রামবাসীর উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাফিজ আহমেদ। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এডঃ মাহবুব আলী। পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাঈম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবির, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোলায়ামন মিয়া, ডিজিএম দিলীপ চন্দ্র সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ লতিফ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সৈয়দ মোতাব্বির আলী, মাখন চকদার, মহিলা কাউন্সিলর মীর সুফিয়া আমীন বেবী, পৌর যুবদলের সভাপতি আঃ হামিদ, সাংবাদিক ওয়াহেদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, বিএনপি নেতা ইদ্রিস আলী, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হুসাইন মোঃ রুবেল, আঃ শহিদ, কাছুম আলী, ইউসুফ আলী মীর, শ্রমিকলীগ নেতা আঃ মালেক হাফিজ, মাষ্টার কামাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য যে, আমকান্দি গ্রামে ১০৪টি মিটারের নতুন সংযোগ দেয়া হয়।