মোতাব্বির হোসেন কাজল : শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজের সীমানা প্রাচীর হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রভাষক মোঃ শাহিন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মহিলা মুক্তিযোদ্ধা রাজিয়া বেগম,কলেজ পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শাবান মিয়া,প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক কামরুল হাসান রিপন,শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল,পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বেলাল,শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল হক লিটন,কলেজ ছাত্রী ফারজানা ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিন কলেজ কর্তৃপক্ষের অগোচরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদের উপস্থিতি ও নির্দেশে লোকজন হাতুড়ী, শাবুল ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে সন্ত্রাসী কায়দায় কলেজের দেয়ালটি ভেঙ্গে ফেলে।এতে কলেজের আর্থিক ক্ষতি হয়েছে বিশেষ করে কলেজ ও ছাত্রীরা নিরাপত্তাহীন হয়ে পরেছে।
মানববন্ধনে কলেজের সকল ছাত্রী, শিক্ষক, কর্মচারী, পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবী জানান মানববন্ধনের বক্তারা।