আজিজুল হক নাসির : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাস্থ ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৬নং কালাইনজুরা ওয়ার্ডের উপনির্বাচন আজ।
একই গ্রামের দুই প্রার্থী সৈয়দ যুবায়ের আহম্মদ (ভ্যানগাড়ী) ও লুৎফুর রহমান(কাঁচা মরিচ)মার্কায় প্রতিদন্দ্বীতা করছেন এ নির্বাচনে।
গত সন্ধ্যায় এলাকাবাসী,নির্বাচন কমিশনের সদস্যদের ও আইন শৃংখলা নিয়ন্ত্রণকারী সদস্যদের মারফত জানা যায়,তখনকার পরিস্থিতি অনুযায়ী সুন্দর ও সুষ্ট নির্বাচনের আভাস বিরাজমান ছিল এবং শেষ পর্যন্ত এমন পরিস্থিতি বিদ্যমান থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। উভয় প্রার্থী ও তাদের সমর্থকগণ আইনশৃংখলার মধ্যেই রয়েছেন বলেও জানা যায়।
উল্লেখ্য যে এই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার সাইফুল ইসলাম সেলিম কিছু দিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।