বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মহাশয়ের বাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে জনতা।
রবিবার (২৪ মে) সন্ধ্যারাতে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ সময় আরো ২ ডাকাত পালিয়ে যায়। আটককৃতরা হলো বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র এখলাছ, একই গ্রামের আব্দুস সালামের পুত্র জুনায়েদ, হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামের ছমর উদ্দিনের পুত্র জালাল ও একই উপজেলার পইল পাইকপাড়া গ্রামের ছায়েদ আলীর পুত্র আলাল।
জানা যায়, উল্লেখিত সময়ে ডাকাতরা সিএনজি যোগে ডাকাতির উদ্দেশ্য মহাশয়ের বাজারে যায়। বিষয়টি আচ করতে পেরে স্থানীয় লোকজন সিএনজিটি আটক করে মিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আফরোজ মিয়াকে খবর দেন।
চেয়ারম্যান আব্দুল আওয়াল তখন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ও বাহুবল থানা পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে ডাকাতদের থানায় নিয়ে যায়।