মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : মাধবপুর উপজেলা চেয়ারম্যান আকস্মিক উপজেলা সদর হাসপাতাল পরিদর্শন হাসপাতালে রোগীদের সাথে কথা বলছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
মাধবপুর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান আকস্মিক উপজেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে তিনি উপজেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওর্য়াড ঘুরে রোগীদের সাথে কথা বলে তাদের খুঁজ খবর নেন। তাছাড়া করোনাকালীন সময়ে রোগীদের সাথে একজন করে দর্শনার্থী থাকার জন্য বলেন।
এসময় উপজেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন সহ চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।