বাহার উদ্দিন :
হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০.৪০ মিনিটে পবিত্র মদিনা মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারনেশনাল বিমানবন্দরে পৌঁছেছেন।
জেদ্দা যুবলীগের পক্ষে তাদেরকে স্বাগত জানান জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক ও লাখাই উপজেলার ১নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম উদ্দিন শাকি, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল চৌধুরী ও তায়েফ যুবলীগ নেতা নুর আলম।
পবিত্র মদিনা মনোয়ারায় জোহরের নামাজের পর ইসলামের বিভিন্ন স্থান গুলো জিয়ারা করেছেন, গতকাল শনিবার রাত ১১.৩০ মিনিটে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করে আল্লাহ তাআলার কাছে বিশেষ মোনাজাত করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য দোয়া করেন, হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জ তার নির্বাচনী এলাকার সকল জনগনের জন্য দোয়া করেন। বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে এজন্য আল্লাহতালার কাছে দোয়া করেন বলে জানান জেদ্দা যুবলীগ।