নিজস্ব প্রতিনিধি ,হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ রোড এলাকায় প্রবাসী এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
সোমবার (২৫ মে) বিকেল ৩টায় শহরের সার্কিট হাউজ রোড এলাকার ইংল্যান্ড প্রবাসী মফিজ উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইংল্যান্ড প্রবাসী মফিজ উদ্দিনের টিনশেড একটি বাড়ির দু’টি অংশে হালিমা বেগম (৬০) ও বজলু মিয়া (৫০) নামে দুইজন ভাড়া থাকতেন।
বিকেলে ভাড়াটিয়া হালিমা বেগম লাকড়ির চুলায় রান্না করছিলেন। তিনি রান্না শেষে চুলা বন্ধ না করেই পাশের বাড়ি বেড়াতে যান। একপর্যায়ে এ চুলা থেকে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় হালিমা খাতুনের দু’টি ঘর ও পাশের ভাড়াটিয়া বজলু মিয়ার দু’টি ঘরসহ টিনশেড বাড়িটি পুড়ে যায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে হালিমা বেগম ও বজলু মিয়া জানান।
পরে খবর পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর কর্মী ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।