এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদি আরবের পূর্বাঞ্চলে আল কাতিফ প্রদেশের আল কিদাহ গ্রামে ইমাম আলি শিয়া মসজিদে গত শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর সাজার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে রোববার ২৪শে মে এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।সৌদি বাদশাহ বলেন, হামলার সঙ্গে যারা জড়িত অথবা যারা এই হামলা সমর্থন করে, তাদের সবাইকেই বিচারের আওতায় আনা হবে।
ঐ হামলার পরপরই নিজেদের টুইটারে হামলার ছবি প্রকাশ করে এর দায় স্বীকার করে নেয় ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।বিবৃতিতে আরও বলা হয় সৌদি আরবের পুর্বাঞ্চলে এটা আইএসের প্রথম হামলা। এ ঘটনায় ২১ জন নিহত হয়েছেন আহত হয়েছে আরও শতাধিক মুসল্লি।