নিজস্ব প্রতিবেদক,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে চান্দের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত দুই।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নূরপুর লম্বাহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় – সিএনজিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হন।তাৎখানিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনা ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধার করে নিয়ে যান।