নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জে ৫২ পিছ ইয়াবাসহ নুরুল আমীন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নুরুল আমীন পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত ইমান আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়, নুরুল আমীন দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গত রবিবার রাত ৮ ঘটিকার দিকে গোপন সূত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ শহরের শেরপুর রোড থেকে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে তার বিরুদ্ধে থানার এস আই আশিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দেয়া হয়েছে।