ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড দাবদাহে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে ৭শ ৫০য়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্ধ্রপ্রদেশেই ৫শ ৫১ জনের মৃত্যু হয়েছে। বাকি ১শ ৯৯ জন মারা গেছে তেলেঙ্গানা রাজ্যে।
সোমবার রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানা রাজ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গরম পড়েছে বলে জানা গেছে। দাবদাহ সম্পর্কে আবহাওয়া দপ্তরের ওয়াইকে রেড্ডি এনডিটিভিকে বলেছেন, ‘গরমের তীব্রতা অস্বাভাবিক নয়। তবে পরপর তিন চারদিন ধরে তাপমাত্রা একই রকম থাকায় অনেক সমস্যা দেখা দিচ্ছে।’
ভারতের আবহাওয়া দপ্তর দাবদাহের কারণ হিসেবে উত্তরপশ্চিমাঞ্চলীয় শুষ্ক এবং উষ্ণ হাওয়াকেই কথা উল্লেখ করছে। তবে বাতাস দিক পরিবর্তন করলে কিছু দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন।
অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা কর্তৃপক্ষ শ্রমিক এবং অন্যান্যদেরকে বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ না করার জন্য রেড এলার্ট জারি করেছেন। অন্ধ্রপ্রদেশের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ কমিশনার পি তুলসি রাণী বলেছেন, ‘যারা রোদে কাজ করেন তারাই দাবদাহের শিকার হচ্ছেন। বিশেষ করে পঞ্চাশোর্ধরাই এই গরমে বেশি অসুস্থ হচ্ছেন।’
তিনি সাধারণ মানুষকে দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ছাতা, টুপিসহ প্রচুর পরিমান তরল পানি ও ঘোল সঙ্গে রাখার জন্য বলেছেন। গরমে সুতির পোশাক পড়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।