বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সাবেক ফুটবলার ও উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা আনোয়া আলী ইন্তিকাল করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল, ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের জানাযার নামাজ স্থানী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্র জানাগেছে।