সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দিতে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ জহুর চাঁন বিবি মহিলা কলেজে প্রামাণ্য ও স্থিরচিত্র প্রদর্শন করেছে জাতিরজনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মুক্তিযোদ্ধা, শিক্ষক সাংবাদিক ও শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রথমে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এরপর কলেজ হলরুমে জাতিরজনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আয়োজনে “ ইতিহাস কথা বলে,সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু” শিরোনামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ বিশ্বজিৎ পাল।
প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত কথা তুলে ধরেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিদ্ধো শ্রী গৌর প্রসাদ রায়। বক্তৃতা করেন- জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলেজ পরিচালনা কমিটির সদস্য সমাজসেবক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক লুৎফুর রহমান, প্রভাষক নাজমুন্নাহার, জাদুঘরের পক্ষে মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন শিক্ষার্থী হালিমা আক্তার। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ বিশ্বজিৎ পাল।
এদিকে কলেজ শিক্ষার্থী কর্তৃক মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে উত্তর দেন বীর মুক্তিদ্ধো শ্রী গৌর প্রসাদ রায়। এসব উত্তর জেনে এ বীর মুক্তিযোদ্ধার প্রতি শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবশেষে সকলের উপস্থিতিতে মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর।