হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে সিলিভ সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেছেন বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে সঠিক পরামর্শ কিশোর-কিশোরীদের সুন্দর জীবন-যাপনে সহায়তা করতে পারে।
এ ব্যাপারে পিতা-মাতার পাশাপাশি স্কুলের শিক্ষকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকার এ ব্যাপারে বিশেষ গুরুত্বআরোপ করেছে। পরিবার পরিকল্পনা বিভাগে আলাদা কর্মসূচি চালুর পাশাপাশি স্বাস্থ্যবিভাগও বিভিন্ন কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কনফারেন্স রুমে ব্র্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)-এর রাইট হিয়ার রাইট নাউ-২ (আরএইচআরএন২) প্রকল্পের উদ্যোগে যুব জনগোষ্ঠীর (কিশোর-কিশোরী) যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ব্র্যাক এর আরএইচআরএন২ জেলা ইয়ূথ মোভিলাইজার তানিয়া সুলতানার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ সৈয়দ রওশান সুলতানা।
বক্তৃতা করেন হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা, পৌরসভার মহিলা কাউন্সিলার সুমা জামান ও ব্রাকের কর্মকর্তা জিল্লুর রহমান।