লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে হবিগঞ্জ- লাখাই সড়কে ইজিবাইক(টমটম)রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে মচড়ে যায় এবং এর চালক খলিল মিয়া(৩৫) আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার (২৯ ডিসেম্বর) হবিগঞ্জ-লাখাই সড়কের শালদিঘা গ্রামের পাশে পান্না সড়ক অংশে দুপুরবেলা একটি ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে চালক খলিল মিয়া(৩৫) আহত হয় এবং ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।স্থানীয় সূত্রে আরো জানা যায় ইজিবাইকে কোন যাত্রী ছিলনা।